রাজ্য – অষ্টমীর বিকেল থেকেই শুরু হয়েছিল ঝড়-বৃষ্টি। কোথাও ঝিমঝিম, কোথাও আবার প্রবল বর্ষণ। পুজোর মরশুমে আবহাওয়ার এই খামখেয়ালি পূর্বাভাস ছিলই। নবমীর সকালেই সেই পূর্বাভাস মিলল আরও স্পষ্ট আকারে। হাওয়া অফিস জানাল, ১ অক্টোবর সকাল সাতটার পরবর্তী কয়েক ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একইসঙ্গে কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
কলকাতায় নবমীর দিনে কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে কৌতূহল ছিল প্রবল। হাওয়া অফিস জানাচ্ছে, মহানগরের আকাশ মূলত মেঘলা থাকবে দিনভরই। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম।
তবে এখানেই থামছে না বৃষ্টি। নবমীর পরও আবহাওয়ার খামখেয়ালি বজায় থাকবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই দিনে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হুগলি ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হাওয়া অফিস জারি করেছে হলুদ সর্তকতা।
উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টির দাপট। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় একই পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সর্তকতা। রবিবারও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে শুক্রবার দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রবল। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সর্তকতা। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে, পুজোর আনন্দের মাঝেই আকাশের দিকে তাকিয়ে থাকছে রাজ্যবাসী।
