দেশ – বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে ভারতীয়দের দুর্দান্ত সাফল্য নজর কাড়ল চতুর্থ দিনে। এফ ৬৪ বিভাগে সোনা জিতলেন সুমিত আনটিল। তিনি ৭১.৩৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে শুধু সোনা জয়ই করেননি, সঙ্গে চ্যাম্পিয়নশিপ রেকর্ডও গড়েছেন।
এফ ৪৪ বিভাগেও মিলল ভারতের সোনা। সন্দীপ সাগর ৬২.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জেতেন। তাঁর সঙ্গেই একই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে রূপো পেলেন সন্দীপ চৌধুরী। তিনি জ্যাভলিন ছুঁড়েছেন ৬২.৬৭ মিটার দূরে।
এই সাফল্যে ভারতীয় শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। আন্তর্জাতিক মঞ্চে জ্যাভলিনে ভারতীয় অ্যাথলেটদের ধারাবাহিক সাফল্য আরও একবার প্রমাণ করল দেশের ক্রীড়াশক্তিকে।
