বিসর্জন পর্ব ঘিরে নজিরবিহীন প্রস্তুতি কলকাতায়

বিসর্জন পর্ব ঘিরে নজিরবিহীন প্রস্তুতি কলকাতায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দশমী থেকেই শুরু হয়েছে মায়ের বিদায় পর্ব। তবে শুক্রবার থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন। এই পরিস্থিতিতে নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা পুলিশ ও পুরসভা একযোগে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। দুর্ঘটনা এড়াতে জলপথের পাশাপাশি আকাশপথেও কড়া নজরদারি চালাচ্ছে লালবাজার।

ড্রোন ক্যামেরার সাহায্যে চলছে আকাশপথে টহলদারি, আর গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রেসকিউ টিম ও ডুবুরিদের, যাতে প্রয়োজনে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়। বাজে কদমতলা ঘাট-সহ শহরের ১৮টি গুরুত্বপূর্ণ ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে প্রতি মুহূর্তের ছবি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

গঙ্গার দূষণ রুখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরিবেশ দফতর ও নমামি গঙ্গে প্রকল্পের অধীনে প্রতিটি ঘাটের দু’পাশে বাঁশের অস্থায়ী খাঁচা তৈরি করা হয়েছে। অন্যদিকে, পুজো কমিটিগুলিকে ডিজে না বাজানোর কড়া নির্দেশ দিয়েছে পুলিশ। শহরের ২৩৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ পিকেট বসানো হয়েছে। নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা ও আয়োজকদের গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এছাড়াও, জোয়ার-ভাটার সময় দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পুজো কমিটির মোবাইলে বিশেষ অ্যালার্ট পাঠানো হবে। নিরঞ্জন পর্বের শুরুতেই পুলিশ ও প্রশাসনের এই নজিরবিহীন প্রস্তুতি দেখে শহরবাসীর মনে কৌতূহল যেমন বাড়ছে, তেমনই স্বস্তিও মিলছে যে নিরাপত্তায় কোনও খামতি থাকছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top