নবমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক যুবকের

নবমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হুগলি – দুর্গাপুজোর আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। হুগলির মগরা থানার নন্দীপুকুরে নবমীর বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিষেক রাম নামে এক যুবক। বয়স মাত্র ২৬ বছর। বন্ধুরা মিলে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলেও দুর্ঘটনার ধাক্কায় সব কিছুই ম্লান হয়ে গেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত অভিষেক ও তাঁর দুই বন্ধু বড় খেঁজুরিয়া মল্লিকপাড়ার বাসিন্দা। একই জায়গায় কাজ করতেন তিনজন। নবমীর বিকেলে কাজ শেষ করে তাঁরা একটি স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নন্দীপুকুরের নতুন ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যানের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা এতটাই প্রবল ছিল যে অভিষেক রাম ছিটকে গিয়ে দূরে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত হন অন্য দুই যুবকও।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা অভিষেককে মৃত ঘোষণা করেন। অন্য দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্রিজ দিয়ে শুধুমাত্র মিঠাপুকুরের দিকে যান চলার কথা থাকলেও বহু গাড়ি নিয়ম ভেঙে উলটো দিক দিয়েও চলে। তার উপর নেই ট্রাফিক পুলিশের নজরদারি, পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরা। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। নবমীর দিনে অভিষেকের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে। কান্নার রোল ওঠে বাড়িতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top