কলকাতা – পুজো-পরবর্তী ভিড় সামাল দিতে শুক্রবার থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে কলকাতা মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে একাদশীর দিন ২৩৬টি পরিষেবা চালু থাকবে। এর মধ্যে থাকবে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন মেট্রো। সাধারণত পুজোর পরে কম যাত্রীচাপের জন্য পরিষেবা সংখ্যা কিছুটা কমানো হলেও এবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৬:৫০ থেকে নোয়াপাড়া–শহীদ ক্ষুদিরাম এবং সকাল ৬:৫৪ থেকে শহীদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর রুটে আগের মতোই মেট্রো চলবে। মহানায়ক উত্তম কুমার থেকে পরিষেবা শুরু হবে সকাল ৬:৫৫ মিনিটে। শেষ মেট্রো দক্ষিণেশ্বরগামী ছাড়বে রাত ২১:২৮-এ শহীদ ক্ষুদিরাম থেকে, আর দমদমগামী শেষ ট্রেন ছাড়বে রাত ২১:৪৪-এ।
একইসঙ্গে মেট্রোর গ্রীন লাইন, হলুদ লাইন, বেগুনি লাইন ও কমলা লাইনেও শুক্রবার থেকে নিয়মিত পরিষেবা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের স্বস্তি বাড়াতে এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
