দশমীর বিকেলে সন্দেশখালিতে টর্নেডোর তাণ্ডব, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

দশমীর বিকেলে সন্দেশখালিতে টর্নেডোর তাণ্ডব, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – আবহাওয়া দফতর আগেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছিল। গভীর নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তার মধ্যেই দশমীর বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আচমকা টর্নেডো আছড়ে পড়ে। মুহূর্তের ঝড়ে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন অন্তত ছ’জন। এলাকায় বিদ্যুতের ১৫–২০টি খুঁটি ভেঙে পড়ায় সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় ঘটে এই বিপর্যয়। ঝড় থেমে যেতেই ঘটনাস্থলে পৌঁছান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরাও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিধায়ক। তাঁর উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে এবং বেশ কয়েকজন গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

টর্নেডোয় বাড়ির ভেতর চাপা পড়ে আহত এক মহিলা ও এক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক স্বয়ং। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়েছে। হঠাৎ আসা এই ঝড়ে আতঙ্ক ছড়ালেও, দ্রুত তৎপরতায় স্বস্তি পেয়েছেন স্থানীয়রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top