দিল্লি – দুর্গা বিসর্জনের দিনে মধ্যপ্রদেশে ঘটল দুটি ভয়াবহ দুর্ঘটনা। একই দিনে, একই রাজ্যে, বিসর্জনযাত্রার পথে প্রতিমাবাহী ট্র্যাক্টর পড়ে যায় নদীতে। ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে উজ্জয়িনীর ইঞ্জোরিয়া এলাকায়। দুর্গা প্রতিমা-সহ পুণ্যার্থী বোঝাই একটি ট্র্যাক্টর রাস্তার বেড়া ভেঙে সোজা পড়ে যায় চম্বল নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়েছিল, আর প্রতিমা পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল শিশুদের উপর। ঠিক সেই সময় এক ১২ বছরের শিশু ভুল করে ট্র্যাক্টর চালু করে দেয়। মুহূর্তের মধ্যেই রেলিং ভেঙে ট্র্যাক্টর গড়িয়ে যায় নদীতে। ক্রেন নামিয়ে গাড়িটি উদ্ধার করা হলেও ঘটে যায় বড়সড় বিপর্যয়। ট্র্যাক্টরে থাকা ১২ জন শিশুর মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়, তবে তাদের মধ্যেই দু’জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এখনও পর্যন্ত একজন শিশু নিখোঁজ।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে খণ্ডয়া জেলার পানধানা তেহসিলে। এখানেও দুর্গা বিসর্জন দিতে যাওয়ার পথে প্রতিমাবাহী ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ট্র্যাক্টরে তখন ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১১ জনের দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৮ জন তরুণী। বাকি যাত্রীরা এখনও নিখোঁজ, তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
একই দিনে ঘটে যাওয়া এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশে। দুর্গোৎসবের আনন্দ ম্লান করে দিয়েছে নদীতে ভেসে যাওয়া প্রাণহানির এই দৃশ্য।
