বিনোদন – অভিনেতা হৃতিক রোশন ও সাবা আজাদ একসঙ্গে প্রেমের চার বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে নিজেদের একাধিক রোমান্টিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হৃতিক। ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা প্রেমভরা ক্যাপশনে লিখেছেন, “তোমার সাথে জীবন সুন্দর। একসঙ্গে চার বছর পূর্তির উদযাপন…”।
তাঁদের এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। নেটিজেনরা কমেন্ট বক্সে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এই সেলিব্রিটি দম্পতিকে। চার বছর ধরে টলিউড–বলিউডে বহুল আলোচিত এই জুটির রোম্যান্স আরও একবার প্রকাশ্যে আসায় সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে।
