রাজ্য – গত চার বছরে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) খাতে প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও উৎপাদনশীল শিল্পে লগ্নি বিশেষভাবে উল্লেখযোগ্য। MSME EPC-র সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে, এই বিপুল বিনিয়োগ থেকে আগামী দিনে প্রায় ৭৫,০০০-এর বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতিকে এই সাফল্যের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগের ইতিবাচক প্রভাব রাজ্যের অর্থনীতিতেও ধরা পড়েছে। সমীক্ষা অনুযায়ী, এই সময়ে বাংলার জিডিপি বৃদ্ধি প্রস্তাবিত হয়েছে ১০.৫ শতাংশ, যা দেশের গড় হার (৭.৩ শতাংশ)-এর তুলনায় অনেক বেশি।
অর্থনীতিবিদদের মতে, MSME খাতে এই ধারাবাহিক সাফল্য বাংলাকে ভবিষ্যতে দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।
