বিদেশ – ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত মিলছে। বহুদিন ধরে চলা সংঘাতের অবসানের পথে এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে। বন্দি মুক্তির ইঙ্গিতও সেই অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। নিজের বার্তায় তিনি লিখেছেন, “গাজায় শান্তি প্রচেষ্টা অগ্রগতির দিকে যাচ্ছে। এই অগ্রগতিকে এবং রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাই।” মোদির এই মন্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক মহলেও ট্রাম্পের এই পরিকল্পনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।
ফলে গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আশার আলো জ্বলতে শুরু করেছে।
