কলকাতা – দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আবহ এখনো ভাসছে কলকাতার আকাশে। এই উৎসবেরই সমাপ্তি ঘটবে আসন্ন রবিবার পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত পুজো কার্নিভালের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই কার্নিভাল প্রতি বছরই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে। রেড রোডের বুকে বসা এই মহোৎসবে শুধু বাংলার নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান, এমনকি বিদেশ থেকেও আসেন বহু অতিথি। হাজার হাজার মানুষের সমাগমে রাজপথ হয়ে ওঠে উৎসবের রঙিন আখড়া।
এবারও তার ব্যতিক্রম হবে না। পুজোর শেষ মুহূর্তের আবেগ ধরে রাখতে রেড রোডে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই ভিড় সামলাতে ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে বাড়তি মেট্রো পরিষেবার। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বিকেল থেকে শুরু হওয়া কার্নিভাল চলবে রাত অবধি। তাই নিয়মিত শেষ মেট্রোর পরও গ্রিন ও ব্লু—দু’টি লাইনেই বাড়তি ছয়টি মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে কুড়ি মিনিট অন্তর এই বিশেষ পরিষেবা দেওয়া হবে, যাতে কার্নিভাল উপভোগ করতে আসা মানুষদের যাতায়াতে কোনো সমস্যা না হয়।




















