কলকাতা – বিসর্জনের দিন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার বাসিন্দা রেনুকা সরকার। বছর ৩১-এর এই মহিলা ঠাকুর ভাসান দিতে যাওয়ার সময় ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় চাপা পড়ে মৃত্যু বরণ করেন।
পুলিশ সূত্রে খবর, রেনুকা সরকারের বাড়ি বালিগঞ্জ প্লেসে। স্বামী বাপ্পা সরকারের সঙ্গে তিনি স্থানীয় আদি বালক সংঘের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওই মণ্ডপের শোভাযাত্রা সন্ধ্যা ছটার পর বের হয় এবং বাবুঘাটের দিকে এগোচ্ছিল। দেবী প্রতিমা বহনকারী ট্রলির উপরেই বসেছিলেন রেনুকা।
আনুমানিক রাত এগারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। রেনুকা ট্রলি থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বালিগঞ্জ প্লেস এলাকায়।
