পুজোতে ঢাক বাজিয়ে আনন্দ ছড়ালেন কৌশানী-বনি জুটি

পুজোতে ঢাক বাজিয়ে আনন্দ ছড়ালেন কৌশানী-বনি জুটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় কাপল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত দুর্গাপুজোর আনন্দে একসঙ্গে ঢাক বাজিয়ে সকলকে মুগ্ধ করেছেন। দীর্ঘ ১০ বছর ধরে সম্পর্কিত এই জুটি প্রতি বছরই পুজোতে বিশেষ মুহূর্ত উপভোগ করেন।

এই বছর অষ্টমীর দিনে তারা উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোতে। বনির সঙ্গে পাল্লা দিয়ে কৌশানীও ঢাক বাজান। মন্ত্রীর ঢাকের তালে তাল মিলিয়ে তারা দর্শকদের জন্য এক রঙিন দৃশ্য উপস্থাপন করেন। কৌশানী সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লিখেছেন, “ঢাক না বাজালে পুজো সম্পূর্ণ হয় না।”

এ বছর কৌশানীর ছবি ‘রক্তবীজ ২’ মুক্তি পেয়েছে এবং তাঁর অভিনয় ও আইটেম গান সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। মহালয়াতে প্রথমবার অংশ নেওয়া কৌশানী পুজোর সময় বনির সঙ্গে সময় কাটাতে এবং অঞ্জলি দিতে ভোলেননি।

প্রতি বছরের মতো এ বছরও বনির সঙ্গে পুজো উপভোগ করেছেন কৌশানী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রত্যেক পুজোতেই বনির সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। বনিও আমার সঙ্গে থাকার মাধ্যমে ধার্মিক হয়ে যায়।” পেশাগতভাবে কৌশানী এবং বনির কাজের চাপ থাকলেও পুজোকে তারা আনন্দের সঙ্গে উদযাপন করেন। তবে তাদের বিয়ে কবে হবে, তা এখনও গোপন রেখেছেন তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top