প্রধানমন্ত্রী – উত্তরবঙ্গে টানা বৃষ্টির কারণে নদীগুলোতে জলস্ফীতি সৃষ্টি হয়েছে, যা কার্যত পাহাড়ি ও সমতল এলাকার বিস্তীর্ণ অংশকে তছনছ করে দিয়েছে। দার্জিলিংসহ একাধিক জেলায় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ফলে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসের কারণে পাহাড় ও সমতল এলাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটকরা রিসর্ট ও হোমস্টে-এ আটকে পড়েছেন এবং আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে কেন্দ্র সর্বদা নজর রাখছে এবং সবরকম সাহায্যের জন্য প্রস্তুত। তিনি প্রার্থনা করেছেন, ক্ষয়ক্ষতি যত দ্রুত সম্ভব মোকাবিলা হোক।
উত্তরবঙ্গের ভয়াবহ বৃষ্টির পাশাপাশি ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জলও পাহাড়ে ঢুকে পড়েছে। জলদাপাড়ার সিসামারা জঙ্গল ও শালকুমার হাট এলাকায় নদীর জল প্রবেশ করেছে। এতে রিসর্ট ও হোমস্টে-এ বহু পর্যটক আটকে পড়েছেন, যাদের উদ্ধারের চেষ্টা চলছে। দার্জিলিংয়ের একাধিক পাহাড়ি রাস্তায় ধস এবং সেতু ভেঙে পড়ায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠক করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। পুজোর ঠিক পরপরই প্রকৃতির এই তাণ্ডবের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রও পরিস্থিতি নিয়ে সর্তকতা অব্যাহত রেখেছে এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
