খেলা – রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা, তবে ক্রিকেটের বাইরে চলা বিষয়গুলোও বেশি আলোচিত হচ্ছে। সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল, আর তিনবারই জয় পেয়েছে ভারত। সেই ম্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দল করমর্দন প্রথা বয়কট করেছিল। এই ম্যাচেও জল্পনা ছিল, হরমনপ্রীত কউর পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মিলাবেন কি না। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হরমনপ্রীতও সম্ভবত করমর্দন এড়িয়ে খেলবেন।
ভারতীয় শিবির এই বিষয়ে এখনো মুখ খোলেনি। পাকিস্তান দল ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় ম্যাচটি কলম্বোর মাটিতে হচ্ছে। ইতিমধ্যেই ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, যদিও রান রেটের বিচারে কিছুটা পিছিয়ে রয়েছে। মহিলাদের ক্রিকেটে দু’টি দল মোট ২৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ২৪টি ম্যাচ। ওয়ানডে ফরম্যাটে ভারত-পাক মুখোমুখি হয়েছে ১১ বার, সব ম্যাচই ভারত জয়ী। পরিসংখ্যান বলছে, পাকিস্তান ভারতের তুলনায় শতযোজন পিছিয়ে।
তবে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ম্যাচকে তারা সাধারণ খেলার মতোই দেখছে এবং নিজেদের খেলার উপর মনোনিবেশ করবেন। তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা জানিয়েছেন, ভারত-পাক ম্যাচের সময় পরিবেশ আলাদা হয়ে যায় এবং এটি ক্রিকেটারদের সেরাটা বের করতে সাহায্য করে। অলরাউন্ডার দীপ্তি শর্মা বলেছেন, এই ম্যাচের উত্তেজনা অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি।
পাক অধিনায়ক ফতিমা সানা ভারতীয় দলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হরমনপ্রীত অভিজ্ঞ এবং দলকে দুর্দান্ত নেতৃত্ব দেন। ফতিমা জানিয়েছেন, বাংলাদেশে হারের পরও পাকিস্তান ভালো জায়গায় রয়েছে এবং ভারতীয় দলের ফর্ম শক্তিশালী। দুই দলের ক্রিকেটাররা নিজ নিজ সেরাটা মেলে ধরার চেষ্টা করবেন এবং মাঠে উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যাবে।
