কলকাতা – পুজো কার্নিভালের উচ্ছ্বাসে রেডরোড জুড়ে সাজো সাজো পরিস্থিতি বিরাজ করছে। ধর্মতলা থেকে ময়দান চত্বর সকাল থেকেই ভিড় ও উদ্দীপনায় গর্জছে। প্রতিটি পুজো কমিটিকে দুই মিনিট করে সময় দেওয়া হয়েছে, যাতে তারা তাদের প্রতিমা ও বার্তা প্রদর্শন করতে পারে। সকাল থেকেই পুজো কমিটির সদস্যরা রেডরোডে আসা শুরু করেছেন। বৃষ্টির হালকা ছায়া থাকলেও কার্নিভালের জন্য প্রতিমা ও ট্যাবলোগুলো সাজিয়ে আনা হয়েছে। একে অপরের পরপর লাইন ধরে দাঁড়ানো ট্যাবলোগুলো খিদিরপুরের দিকে, প্রিন্সেপঘাট পর্যন্ত যেতে থাকবে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের এই মেগা কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছে। কার্নিভাল শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই কার্নিভাল এবার নবম বর্ষে পৌঁছেছে এবং সর্ববৃহৎ হওয়ার জন্য প্রস্তুতি চলছে।
রবিবার তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হবে দুর্গার কৈলাস পাড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা। উল্লেখযোগ্য, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত সমস্ত পুজো কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৫ অক্টোবর রেডরোডে পুজো কার্নিভাল হবে। এই কার্নিভালে ২০ হাজার দর্শকের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিদের জন্য বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে, এছাড়াও কিছু রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন ও রেড রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। আগেই ট্রাফিক পুলিশ জানিয়েছিল, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টার পর থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এই নির্দেশনা ৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।
