দেশ – দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থায় বিপুল অঙ্কের টাকা বছরের পর বছর ধরে পড়ে রয়েছে, যার কোনও দাবিদার নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা এভাবে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই টাকা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই গান্ধীনগর থেকে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ—‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ (Your Money, Your Right) অভিযান। তিন মাসব্যাপী এই উদ্যোগের মূল লক্ষ্য হল, সাধারণ মানুষের জমা থাকা অথচ দাবিহীন অর্থ তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া।
অভিযানের অংশ হিসেবে কেন্দ্র সরকার সচেতনতা বৃদ্ধি এবং দাবি প্রক্রিয়াকে সহজ করার উপর জোর দিচ্ছে। যেসব নাগরিকদের ডরম্যান্ট ডিপোজিট, ইনস্যুরেন্স প্রসিড, ডিভিডেন্ট, মিউচুয়াল ফান্ড ব্যালেন্স বা পেনশন অ্যাকাউন্টে টাকা পড়ে রয়েছে, তাঁদের জানানো হবে কীভাবে সহজেই ডিজিটাল মাধ্যমে সেই অর্থ রিক্লেম করা সম্ভব। সরকারের উদ্দেশ্য, জনগণের কষ্টার্জিত অর্থ যেন হারিয়ে না যায় বা অকারণে নিষ্ক্রিয় অবস্থায় না পড়ে থাকে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “এই প্রকল্প শুধুমাত্র একটি প্রশাসনিক উদ্যোগ নয়, এটি সাধারণ মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রচেষ্টা। এই অর্থ বহু মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।” তিনি আরও আশ্বস্ত করেন যে, সমস্ত দাবিহীন অর্থ সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় নথি জমা দিলেই প্রকৃত দাবিদারকে টাকা ফেরত দেওয়া হবে।
সরকার এখন এই বিপুল পরিমাণ অর্থের কাস্টডিয়ান হিসেবে কাজ করছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড (IEPF)-এর কাছে এই অর্থ সংরক্ষিত রয়েছে। ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ অভিযানের মাধ্যমে সরকার একদিকে যেমন জনগণকে তাঁদের প্রাপ্য ফিরিয়ে দিতে চাইছে, অন্যদিকে আর্থিক সচেতনতা বাড়িয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতেও উদ্যোগী হয়েছে।
