রাজ্য – উত্তরবঙ্গে টানা বৃষ্টির কারণে কার্যত ধ্বংসলীলা চলছে। একাধিক রাস্তা ধসে পড়েছে, জনজীবন ব্যাহত হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৪। হাওয়া অফিস সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, আর পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং ও কালিম্পঙে ধসের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’, এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ভারী বর্ষণের কারণে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ধসে বহু মানুষ আশ্রয়হীন হয়েছেন। জলদাপাড়ায় হলং নদীর সেতু ভেঙে পর্যটকরা স্থানীয় লজে আটকা পড়েছেন। কোচবিহার শহরের অন্তত ২০টি ওয়ার্ড জলমগ্ন, যেখানে কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগ কয়েকদিন চলবে।
দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার প্রায় সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বর্ষণের পূর্বাভাস আছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, কিন্তু শহর ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
