ভোটার তালিকা সংশোধনে সুপ্রিম কোর্টের রায় আজ

ভোটার তালিকা সংশোধনে সুপ্রিম কোর্টের রায় আজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – আজই ঘোষণা হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। একই সঙ্গে প্রশ্ন উঠেছে — ভোটার পরিচয় নির্ধারণে আধার কার্ড (Aadhar Card) কি বৈধ প্রমাণপত্র হতে পারে?

গত মাসে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে সতর্ক করেছিলেন, সংশোধনী প্রক্রিয়ায় কোনও অনিয়ম ধরা পড়লে গোটা দেশেই সেই প্রক্রিয়া বাতিল হতে পারে। বিহারে এই বিতর্ক ঘিরে একাধিক মামলা উঠেছিল শীর্ষ আদালতে।

তবে বিশেষজ্ঞদের মতে, সাংবিধানিক কারণেই এই রায় বিহারে কার্যকর হবে না। সংবিধানের ৩২৯ অনুচ্ছেদ অনুযায়ী, ভোট ঘোষণার পর আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। সোমবারই নির্বাচন কমিশন বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে — ৬ ও ১১ নভেম্বর ভোট, ফলাফল ১৪ নভেম্বর।

সূত্রের খবর, কমিশন এই সাংবিধানিক সুরক্ষার সুযোগ নিতে ইচ্ছাকৃতভাবেই ভোটের তারিখ ঘোষণা করেছে। এখন আর আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারবে না।

এর আগে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারে আধার কার্ডকে ১২তম নথি হিসেবে ভোটার তালিকা সংশোধনে যুক্ত করেছিল। যদিও আদালত জানিয়েছিল, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কেবল পরিচয় যাচাইয়ের একটি অতিরিক্ত নথি হতে পারে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন — আধার কোনও অবস্থাতেই নাগরিকত্ব বা বয়স প্রমাণের নথি নয়। এমনকি ঠিকানার ক্ষেত্রেও এটি চূড়ান্ত প্রমাণ নয়। কমিশনের বক্তব্য, আধারধারীরা কেবল নিজেদের “ভারতের বাসিন্দা” হিসেবে দাবি করতে পারেন, নাগরিক হিসেবে নয়।

আদালতের চূড়ান্ত রায় আজই প্রকাশিত হবে। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এই রায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top