বিদেশ – আবারও শুল্ক অস্ত্র হাতে তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর নিশানায় বিদেশি ট্রাক নির্মাতা সংস্থাগুলি। সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, আমেরিকার রাস্তায় চলা বিদেশি ট্রাকের উপর এবার থেকে আরোপ করা হবে ২৫ শতাংশ শুল্ক। আগামী ১ নভেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নীতি।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় আঘাত আসবে আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর উপর। দুই দেশ থেকেই বিপুল পরিমাণ ট্রাক আমদানি হয় যুক্তরাষ্ট্রে। ফলে এই নয়া শুল্কনীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ বাড়তে পারে এবং দুই দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতি কার্যকর হলে দেশীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমেরিকান ট্রাক শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে সমালোচকদের মতে, ট্রাম্পের এই ‘শুল্ক কোপ’ শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আমেরিকার বাণিজ্য সম্পর্ক আরও জটিল করে তুলবে এবং আমেরিকার ভোক্তাদের উপরও এর প্রভাব পড়বে।
