রাজ্য – শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ”নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালানো হচ্ছে।” গত ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্বিঘ্নে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষার মডেল উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এছাড়া, চাকরিপ্রার্থীরা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছিলেন। মোট ৫৩৪টি আবেদন জমা পড়েছে, যা বিশেষজ্ঞরা যাচাই করছেন। যাচাই শেষে চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সঠিক উত্তর ওয়েবসাইটে আপলোড করা হবে। এসএসসি জানিয়েছে, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন করাই এখন তাদের প্রধান লক্ষ্য, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কাজ করা হচ্ছে।
দু’দিনের পরীক্ষা—৭ ও ১৪ সেপ্টেম্বর—এ মোট ৫,৬৫,০০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩১,০০০ জন ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ বাতিল করেছিল এবং নতুন নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুসারে এসএসসি নতুন নিয়োগ পরীক্ষা আয়োজন করে এবং নির্বিঘ্নে সম্পন্ন করেছে। পরীক্ষা ব্যবস্থাপনা দেখে ভিনরাজ্যের চাকরিপ্রার্থীরাও সন্তুষ্ট হয়েছেন।
