ত্রিপুরা – ত্রিপুরার তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রাজ্য রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দর থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপিকে সরাসরি নিশানা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, “আমাদের নেতা-নেত্রীদের উপর আগেও হামলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অতীতে আমরা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এখনও নানারকম হুমকি দেওয়া হচ্ছে।”
প্রতিনিধি দলে থাকা সায়নী ঘোষ বলেন, “এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। ত্রিপুরার কর্মীদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব।” এই বার্তা স্পষ্টভাবে দেখাচ্ছে, তৃণমূল দল তাদের নেতাকর্মীদের সুরক্ষা এবং পাশে দাঁড়ানোর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
