কলকাতা – বুধবার সকালে তল্লাশিতে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, গ্রহরত্ন আমদানি-রপ্তানির আড়ালে আর্থিক তছরুপ এবং বিদেশে বিপুল অর্থ পাচার করা হয়েছে। সূত্রের খবর, অন্তত সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ মিলেছে তদন্তে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি-রপ্তানির এই অনিয়ম ধরা পড়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর নজরে। এরপরই শুরু হয় ইডির পৃথক তদন্ত। বুধবার সকালে সিআইএসএফ জওয়ানদের নিরাপত্তায় ইডির একটি টিম পৌঁছয় সল্টলেকের এক গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে। সেখানেই শুরু হয় তল্লাশি অভিযান।
ইডি আধিকারিকরা বাড়ি থেকে একাধিক নথি ও ইলেকট্রনিক ডেটা জব্দ করেছেন বলে সূত্রের খবর। তাঁদের অনুমান, গ্রহরত্নের বাণিজ্যের আড়ালে রপ্তানি বিল জালিয়াতির মাধ্যমে টাকা বিদেশে পাচার করা হয়েছে। তদন্তে রাজ্যের বাইরের একাধিক সংস্থার যোগও খতিয়ে দেখা হচ্ছে।
ইডির এক আধিকারিক জানিয়েছেন, “আন্তর্জাতিক লেনদেনের মাধ্যমে বড় অঙ্কের অর্থ বিদেশে স্থানান্তরিত হয়েছে কি না, তা এখন বিস্তারিতভাবে যাচাই চলছে।” এই ঘটনায় একাধিক ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
