ত্রিপুরা – ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে প্রকাশ্য হামলার ঘটনা ঘটেছে, যেখানে শাসকদলের সঙ্গে এঁটে উঠতে না পেরে বিজেপি নেতা ও কর্মীরা তৃণমূলের পার্টি অফিসের বাইরে পোস্টার, ব্যানার ও ভিনাইল বোর্ড ভাঙচুর করেছে। হামলায় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ভিনাইল বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কোনওরকম বাধা না দেয়ার অভিযোগ উঠেছে।
ত্রিপুরায় এই উচ্ছৃঙ্খলতা উদযাপনের দায়ভার প্রকাশ্যে স্বীকার করেছে বিজেপি। উল্টো কোনো ক্ষমা প্রার্থনার তেমন কোনো ইঙ্গিত নেই, বরং ঘটনার পরে উচ্ছৃঙ্খলতা উদযাপনেরও খবর পাওয়া গেছে। তৃণমূলের স্থানীয় ও রাজ্য নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একটি রাজনৈতিক দল যদি প্রকাশ্যে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন উচ্ছৃঙ্খলতা করে, তা দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য মারাত্মক আঘাত।
রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়ে এই ঘটনার দিকে নজর দিচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত দলের কর্মীদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি গণতন্ত্রের রক্ষার জন্য এই প্রকাশ্য হিংসার ঘটনায় মন্তব্য করবেন কিনা।
