রাজস্থান – মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের সিকার জেলার শ্রীমাধোপুর স্টেশনের কাছে ফের বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছে। রাত প্রায় ১১টা ৪০ মিনিটে ফুলেরা থেকে রেওয়ারির দিকে যাচ্ছিল একটি ট্রেন আচমকাই লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের আধিকারিক, জিআরপি এবং স্থানীয় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে তারা বাইরে বেরিয়েছিলেন এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দেখে আতঙ্কিত হয়েছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। একের পর এক ৩৬টিরও বেশি কামরা লাইনচ্যুত হয়ে যায়, তবে বড় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার ফলে ট্রেনের একাধিক কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষের নির্দেশে আপাতত ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন রেলকর্মী ও স্থানীয় প্রশাসন।
দূর্ঘটনার সঠিক কারণ জানার জন্য ভারতীয় রেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেনের অতিস্বল্প নিয়ন্ত্রণ, রেলপথের ত্রুটি বা যান্ত্রিক কোনো সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
