কানপুরে পরপর স্কুটার বিস্ফোরণ, উৎসবের ভিড়ে ছড়াল আতঙ্ক

কানপুরে পরপর স্কুটার বিস্ফোরণ, উৎসবের ভিড়ে ছড়াল আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লি – দিওয়ালির আগে কেনাকাটার ভিড়ে ব্যস্ত কানপুরের মেসটার্ন রোড। বুধবার সন্ধ্যা নামতেই হঠাৎ একের পর এক বিস্ফোরণে থমকে গেল জমজমাট রাস্তা। সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ দুইটি স্কুটারে বিস্ফোরণ হয়, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের ধাক্কায় দোকানপাট কেঁপে ওঠে, রাস্তাজুড়ে দেখা যায় ঘন কালো ধোঁয়া। উৎসবের মরশুমে ছোট খেলনা ও বাজির দোকানে ঠাসা ছিল এলাকা, তাই ভিড়ও ছিল যথেষ্ট। হঠাৎ এই বিস্ফোরণে হুড়োহুড়ি শুরু হয়, চিৎকারে ভরে ওঠে চারপাশ।

এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮ জন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, দেহের বহু অংশ পুড়ে গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য লখনউতে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর আহত এক মহিলা, যিনি ঘটনাস্থলে আবর্জনা সংগ্রহ করছিলেন, দাবি করেছেন—স্কুটারের উপরে কিছু একটা ছোড়া হয়েছিল, তারপরই বিস্ফোরণ ঘটে। তাঁর শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে একাধিক দোকানের সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্কুটারের স্টোরেজ কম্পার্টমেন্ট থেকেই বিস্ফোরণ ঘটেছে। সম্ভবত স্কুটারের ভিতরে বাজি রাখা ছিল এবং সেটি থেকেই দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিশ্চিত নয় এটি নিছক দুর্ঘটনা নাকি বড় কোনও নাশকতার ছক। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কে বা কারা ওই স্কুটারগুলির মধ্যে বাজি বা অন্য বিস্ফোরক রেখেছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল, এটিএস টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। তারা স্কুটারের ধ্বংসাবশেষ থেকে নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি, জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং সংস্থার কর্মকর্তারা ইতিমধ্যে লখনউ পৌঁছে তদন্তে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন।

দিওয়ালির আগে এমন বিস্ফোরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। কানপুরের ব্যস্ততম এলাকায় পরপর বিস্ফোরণ বড় কোনও নাশকতার ইঙ্গিত কিনা, তা এখন পুলিশের মূল তদন্তের কেন্দ্রবিন্দু। প্রশাসন সতর্ক রয়েছে, এবং গোটা ঘটনার উপর নজরদারি বাড়ানো হয়েছে শহরজুড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top