গোরুমারার গন্ডারের দেহ বাংলাদেশে কুড়িগ্রামে ভেসে উঠলো, বন দপ্তর সতর্ক

গোরুমারার গন্ডারের দেহ বাংলাদেশে কুড়িগ্রামে ভেসে উঠলো, বন দপ্তর সতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – গোরুমারার গন্ডারের দেহ বাংলাদেশে কুড়িগ্রামের একটি এলাকায় ভেসে ওঠার ঘটনা দুই বাংলাতেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। উদ্ধারকৃত স্থান থেকে গোরুমারার রামসাই পর্যন্ত দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটারেরও বেশি। জলের প্রবল স্রোতে এতদূর ভেসে আসা এই ঘটনাকে বনপ্রেমী ও পরিবেশপ্রেমীরা গভীরভাবে শোকের সঙ্গে গ্রহণ করেছেন।

প্রাথমিক অনুমান অনুযায়ী, গত রবিবারের তীব্র বন্যায় আরও বহু বন্যপ্রাণী নিহত হয়েছেন। ইতিমধ্যেই বেতগাড়া রেলসেতুর কাছে পাঁচটি বাইসনের দেহ উদ্ধার করা হয়েছে, যা নদীর ধারের পলির নিচে চাপা ছিল। গোরুমারা জাতীয় উদ্যানের বন্যা বিধ্বস্ত অঞ্চলে গন্ডার, বাইসন, হরিণ ও হাতি বসবাস করছিল। প্রবল বন্যার স্রোতে একটি গন্ডার বাংলাদেশের কুড়িগ্রাম পর্যন্ত পৌঁছানোকে বন দপ্তর হালকাভাবে নিচ্ছে না।

বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ ইতিমধ্যেই গন্ডারের দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় বনকর্মীরা ময়নাতদন্ত করবেন, তবে দেহটি ভারত ফেরত আনা হবে না। এছাড়া, বন্যার ফলে আরও বন্যপ্রাণী ভেসে গেছে কি না তা খতিয়ে দেখতে সীমান্তবর্তী নদীর তীরে নজরদারি জোরদার করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top