পূর্ব মেদিনীপুর – আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এসআইআর (Special Summary Revision) নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ তিন জেলার নির্বাচন আধিকারিকরা। বৈঠকের উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করা। তবে বৈঠক শুরুর আগেই তৈরি হয় উত্তেজনা। বৈঠকে ঢোকার মুখে নির্বাচন আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।
বিক্ষোভকারীরা মূল গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়, পরে তাঁরা রাস্তার ধারে বসেই প্রতিবাদ জানাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, “নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় বহু প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। আমরা ভারতীয় নাগরিক হয়েও ভোটাধিকার হারাচ্ছি, তাই এই এসআইআর আমরা মানি না।”
এই ইস্যুতে গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকা থেকে কেবলমাত্র মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে— কোনও ভারতীয় নাগরিকের নাম মুছে ফেলার প্রশ্নই নেই। তবুও আজকের এই বিক্ষোভ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠককে ঘিরে প্রশাসনিক সতর্কতা জারি রয়েছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে দিকে নজর রাখছে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন।
