শুক্রের সকালে দমকলমন্ত্রীর অফিসে ইডির তল্লাশি, একাধিক জায়গায় অভিযান

শুক্রের সকালে দমকলমন্ত্রীর অফিসে ইডির তল্লাশি, একাধিক জায়গায় অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) সল্টলেকের বিসি ব্লকের অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) টিম। সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখানে উপস্থিত হন। সূত্রের খবর, নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন জমা রাখা হয়েছে। একইসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর নিতাই দত্তের (Nitai Dutta) বাড়িতেও সকাল ছটা থেকে চলছে ইডির তল্লাশি অভিযান। এছাড়া নাগেরবাজারের শ্যামনগর এলাকায় একটি বেসরকারি স্কুলের মালিকের বাড়িতেও হাজির হয়েছেন তদন্তকারীরা।

রাজ্যে ভোট যতই ঘনিয়ে আসছে, কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতাও ততই বাড়ছে। গত লোকসভা নির্বাচনের সময় যেমন এজেন্সির সক্রিয়তা বেড়েছিল, এবারও বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই একই ছবি। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটযুদ্ধের ময়দানে সরাসরি টক্কর দিতে না পেরে ‘এজেন্সি রাজনীতি’ শুরু করেছে বিজেপি।

এদিন পুর নিয়োগ মামলার তদন্তের অজুহাতে ইডি আধিকারিকরা সল্টলেক থেকে নাগেরবাজার ও কাঁকুড়গাছি মিলিয়ে অন্তত ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনির জওয়ানদের উপস্থিতিতে মন্ত্রীর অফিসে চলছে তল্লাশি। একই সময়ে কাউন্সিলর নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। নাগেরবাজারের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছির অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তিন ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও তদন্তকারীরা এখনও পর্যন্ত বাইরে আসেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top