পশ্চিম বর্ধমান – দূর্ঘাপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে একজন মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। সন্ধেবেলা সহপাঠীর সঙ্গে খাবার খেতে বের হওয়ার পর ফেরার পথে কয়েকজন যুবক তাকে পথ আটকায়। তার সহপাঠীকে সরিয়ে দেওয়া হয় এবং তরুণীর মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায়, সেখানে তার ওপর আক্রমণ চালানো হয়। পরে নির্যাতিতাকে উদ্ধার করেন সেই সহপাঠী এবং তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময়কাল রাত সাড়ে ৮টা ৯ থেকে ১০টার মধ্যে। খবর পেয়ে নির্যাতিতার বাবা-মা ওড়িশা থেকে তড়িঘড়ি দুর্গাপুরে পৌঁছান। তারা থানায় অভিযোগ দায়ের করেন। দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কলেজের পক্ষ থেকেও পুলিশকে তথ্য প্রদান করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে এবং পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেছেন।
নির্যাতিতার বাবা-মা মনে করছেন, ভিনরাজ্যে মেয়েকে পড়াতে পাঠানো হলেও এমন বিপদ তারা কল্পনাও করতে পারেননি। নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়েকে বাইরে যেতে উৎসাহিত করেছিলেন সহপাঠী। বর্তমানে পুলিশের কাছে স্পষ্ট নয়, কেউ গ্রেফতার হয়েছে কি না। তদন্তের অংশ হিসেবে পুলিশ যাচাই করছে, সহপাঠীর সঙ্গে এ ঘটনায় সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না।
উল্লেখযোগ্য যে, এই রাজ্যেই পূর্বে আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রীও নির্যাতনের শিকার হয়েছিল। তাই পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।
