দিল্লি – এই বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষার জন্য তাঁর দীর্ঘ লড়াই এবং সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে। মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত।
এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে ভারতে। কংগ্রেস নেতা ও মুখপাত্র সুরেন্দ্র রাজপুত নোবেলজয়ী মাচাদোর সঙ্গে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তুলনা টেনে আনেন। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে একদিকে মারিয়া কোরিনা মাচাদো ও অন্যদিকে রাহুল গান্ধীর ছবি পাশাপাশি রেখে লেখেন — “এই বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল ভেনেজুয়েলার বিরোধী দলনেতাকে সংবিধান রক্ষার জন্য। ভারতের বিরোধী দলনেতাও দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করছেন।”
যদিও তিনি সরাসরি রাহুল গান্ধীর নোবেল পাওয়ার দাবি করেননি, তবে পোস্টের ভাষা ও বার্তায় সেই ইঙ্গিত স্পষ্ট। কংগ্রেস বরাবরই দাবি করে এসেছে যে রাহুল গান্ধী এনডিএ সরকারের একনায়কতন্ত্র ও ভোট চুরির রাজনীতির বিরুদ্ধে নিরলস লড়াই চালাচ্ছেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে — এবার কি কংগ্রেস আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীর জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলবে?




















