নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দলে তফসিলি নাবালককে মারধর, ভিডিও প্রকাশ্যে — তোপ তৃণমূলের

নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দলে তফসিলি নাবালককে মারধর, ভিডিও প্রকাশ্যে — তোপ তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে ফের রাজনৈতিক অশান্তি। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এক তফসিলি নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের মহেশপুর বাজারে বিজেপির একটি পূর্বনির্ধারিত কর্মসূচি চলাকালীন ঘটনাটি ঘটে।

তৃণমূলের দাবি, কর্মসূচিতে ব্যবহৃত সাউন্ড সেটের অপারেটর ছিলেন এক তফসিলি সম্প্রদায়ের নাবালক। সভার মাঝেই বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, মঞ্চে বিজেপির একদল পুরনো নেতা নব্যদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং সভা ভণ্ডুল হওয়ার উপক্রম হয়।

এই সময় ওই নাবালক সাউন্ড অপারেটর মাইক বন্ধ করে দেয়। অভিযোগ, এর পরেই গোষ্ঠীদ্বন্দ্বের রাগ গিয়ে পড়ে তার ওপর। তাকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম ১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিজেপির কড়া সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, “এটাই বিজেপির প্রকৃত সংস্কৃতি—তফসিলি নাবালককেও রেহাই দেয় না তারা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন তীব্র আকার নিচ্ছে নন্দীগ্রামে, যা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত। যদিও বিজেপি নেতৃত্ব এই ঘটনার দায় অস্বীকার করেছে, তৃণমূল বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘনের নজির হিসেবে তুলে ধরছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top