পূর্ব ভারতের কিশোর সায়ন নস্কর অর্জন করলেন ৬০০ নম্বর, দেশের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার

পূর্ব ভারতের কিশোর সায়ন নস্কর অর্জন করলেন ৬০০ নম্বর, দেশের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – গোটা পূর্ব ভারতের মধ্যে বাংলার কিশোর সায়ন নস্কর এক নজির সৃষ্টি করেছেন। ক্যানিংয়ের তালদি বয়সিং গ্রামের এই মেধাবী ছাত্র কেবল নিজের পরিবারের নয়, পুরো রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পুরো ৬০০ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছেন সায়ন।

এই অসাধারণ সাফল্যের জন্য ৪ঠা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে তাকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন। পশ্চিমবঙ্গের মধ্যে যে ৫ জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্তকে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, তার মধ্যে সায়ন ছিলেন অন্যতম।

ক্যানিংয়ের তালদি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুব্রত নস্কর ও আশাকর্মী রিনা নস্করের একমাত্র সন্তান সায়ন ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তিনি তালদি মোহনচাঁদ হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। এরপর এক বছরের জন্য সরকারি আইটিআই কলেজে ভর্তি হয়ে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

পুরস্কারপ্রাপ্ত ৪৬ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে সায়নের এই সাফল্য পুরো দেশের কাছে একটি অনুপ্রেরণার উদাহরণ। তাঁর অসাধারণ মেধা ও অধ্যবসায় প্রমাণ করছে, পটু শিক্ষার্থীর কৃতিত্ব কেবল ব্যক্তিগত নয়, জাতীয় গৌরবের বিষয়ও হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top