উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন পূর্ণ সহায়তা, নির্দেশ কৃষিমন্ত্রীর

উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন পূর্ণ সহায়তা, নির্দেশ কৃষিমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – উত্তরবঙ্গে অতিবৃষ্টিজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। নবান্নে শনিবার এক পর্যালোচনা বৈঠকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্দেশ দেন, উত্তরবঙ্গের কোনও ক্ষতিগ্রস্ত কৃষক যেন বাংলা শস্যবিমা প্রকল্পের আওতা থেকে বাদ না যায়। প্রয়োজনে আধিকারিকদের সরাসরি মাঠে গিয়ে চাষিদের নাম তোলার পরামর্শ দেন তিনি।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ একাধিক আধিকারিক। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত জেলার উপ কৃষি অধিকর্তারা। বৈঠকে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কৃষিমন্ত্রী জানান, বিপর্যয়ে যেসব চাষির ফসল নষ্ট হয়েছে, তাঁদের সরকার বিনামূল্যে ভুট্টা, ডাল এবং সরষের বীজ সরবরাহ করছে। ইতিমধ্যেই বাংলা শস্যবিমা প্রকল্পে ৪২ লক্ষ চাষির নাম অন্তর্ভুক্ত হয়েছে। আরও অনেক কৃষক যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি দফতরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমি আধিকারিকদের বলেছি, মাঠে যেতে হবে, চাষিদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। যাদের নাম এখনও তোলা হয়নি, তাঁদেরও অন্তর্ভুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন—কোনও ক্ষতিগ্রস্ত কৃষক যেন বঞ্চিত না হন।”

তিনি আরও জানান, নদীর চরে যাঁরা চাষ করেন, তাঁরাও এই সহায়তা থেকে বাদ যাবেন না। রাজ্য সরকার বিপর্যস্ত প্রতিটি কৃষকের পাশে থেকে তাঁদের আর্থিক ও কৃষি-সহায়তা প্রদানের ব্যবস্থা করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top