কলকাতা – তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। কুণাল ঘোষ তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এস আই আর (SIR) নিয়ে এককাট্টা থাকুন। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন।” অর্থাৎ দলীয় কর্মীদের আস্থা ও ভরসার ক্ষেত্রে প্রথমে রাখা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
এই মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমরা চিরকাল শুনে এসেছি, ‘ভগবান ভরসা’, ‘মাথার উপর ঈশ্বর আছেন’, (বা আল্লাহ আছেন)। এখন জেলখাটা আসামী কুণাল আমাদের শেখাল, এঁরা আছেন বটে, কিন্তু তৃতীয় স্থানে।”
তথাগত রায় কুণালের ‘আস্থা’ তালিকাও তুলে ধরেছেন:
প্রথম – মমতা; দ্বিতীয় – অভিষেক; তৃতীয় – ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, ইত্যাদি।
তথাগত রায়ের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব এবং ঈশ্বর বা ভগবানের স্থান নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজ্যের রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা কুণাল ঘোষের বক্তব্যকে ধর্মীয় এবং রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা হিসেবে দেখছেন।
