ICC মহিলাদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় দলের

ICC মহিলাদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় দলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশাজনক ফলাফল হয়েছে। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে হলো ভারতীয় দলকে। ব্যাটারেদের দারুণ পারফরম্যান্স থাকলেও বোলাররা ভালো করতে পারেননি। ফলে বড় স্কোর সত্ত্বেও ভারতের জয় অধরাই রইল।

ভারতের ব্যাটসম্যান স্মৃতি মন্ধানার ৬৬ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস ম্যাচে আলোছায়া ছড়িয়েছে। এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাস রচনা করলেন। এছাড়াও, একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে নাম লেখালেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলার অ্যানাবেল প্রথমে প্রতীকা, রিচা, জেমাইমা ও আরও দুটি উইকেট তুলে নেন। ভারতের শেষের দিকে দ্রুত উইকেট হারানোর ফলে পুরো ৫০ ওভার খেলার আগেই ৪৮.৫ ওভারে ৩৩০ রান করে অলআউট হয়ে যায় ভারত। অজিদের জয়ের জন্য প্রয়োজন হয় ৩৩১ রান।

অস্ট্রেলিয়ার শুরু ভালো হলেও, মাঝের ওভারে রান তোলার গতি কমে। অধিনায়ক হিলি দলের ব্যাটারদের সাহায্য করেন। এদিন অজিদের তিন ব্যাটারই ৪০ বা তার বেশি রান করেন।

ভারতের বড় রান সত্ত্বেও জয় না পাওয়ার মূল কারণ বোলিংয়ে ব্যর্থতা। পেস বোলিং প্রথম থেকেই সমস্যায় পড়ে। স্পিনাররা প্রথম দুই ম্যাচে কিছুটা সফল হলেও এই ম্যাচে পারফর্ম করতে পারেননি। ভারতের অধিনায়ক হরমনপ্রীতকেও বল হাতে নিতে হয়, কিন্তু তিনিও সফল হননি।

তবে ভারতের জন্য ইতিবাচক দিকও রয়েছে। এক, স্মৃতির ব্যাটে ফর্মের পুনরায় উত্থান। দুই, বল নষ্ট না করা। চিন্তার বিষয় রয়ে গেছে দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভারত চার নম্বরে অবস্থান করছে। অস্ট্রেলিয়া সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top