কলকাতা – পার্ক সার্কাসের কাছে রাস্তায় মোবাইল লুটের ঘটনায় এক যুবক মারধরের শিকার হয়েছেন। হাওড়ার ডোমজুড় এলাকার বাসিন্দা ওই যুবক শনিবার বিকেলে পার্ক সার্কাসে আসেন। চার নম্বর ব্রিজের কাছে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুই যুবক তাঁকে ডাকে। তিনি তাদের কাছে গেলে তাঁকে পাশের একটি গলিতে নিয়ে যায় তারা। এক ডাকাত তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়, আর অন্যজন পাহারা দেয়।
মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ কল করা হয়, যা পুলিশের ধারণা অনুযায়ী সম্ভবত ওই যুবকের কোনও ‘বান্ধবী’কে করা হয়েছিল। ডাকাতটি ধরা পড়ার ভয়ে পরে সব কল মুছে ফেলে। যুবক পালানোর চেষ্টা করলে তাঁকে ঘুষি মারা হয়। ডাকাতরা তাঁর বৈদ্যুতিন ঘড়ি ও মানিব্যাগ লুট করে। এরপর এটিএম কার্ডের পিন জেনে তাঁকে কাছের এটিএম কাউন্টারে নিয়ে যায়।
দুই ডাকাত যুবকের কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা তোলার পর তাঁকে ফেরত দেয় এবং বাড়ি ফেরার জন্য হুমকি দেয়। ঘটনাস্থলে পার্কের সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের কলের তথ্য ফরেনসিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার করলে ডাকাতদের পরিচয় জানা সহজ হবে বলে আশা করছেন পুলিশ।
মৃত্যুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই, মোবাইলের কল, সিসিটিভি ফুটেজ—এই সূত্রগুলির মাধ্যমে পুলিশ এখন ওই দুই ডাকাতের সন্ধান চালাচ্ছে। শনিবার রাতেই যুবক পরিবারের সাহায্যে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্ত চলমান, এবং মোবাইল ও এটিএমের তথ্য মূল প্রমাণ হিসেবে কাজে লাগবে।
