জল নেই নলে! মমতাকে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যমন্ত্রীর পাল্টা ঘোষণা ত্রাণ ও পুনর্গঠনে

জল নেই নলে! মমতাকে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা, মুখ্যমন্ত্রীর পাল্টা ঘোষণা ত্রাণ ও পুনর্গঠনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা এক ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করে রাজ্যের জল সরবরাহ প্রকল্প নিয়ে সরব হলেন। একটি নলকূপের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “হ্যালো মমতা দিদি, এটা হর ঘর জলের নল। পাইপ রয়েছে, কিন্তু জল নেই। আপনি কি শুনতে পাচ্ছেন?” — এই ভিডিওটি বিজেপির বাংলা শাখা সমাজমাধ্যমে পোস্ট করে জানায়, কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্প ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই কাজ সঠিকভাবে করছে না। অভিযোগ, কেন্দ্র থেকে অর্থ এলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অর্থের সদ্ব্যবহার করছে না।

বিজেপির অভিযোগ, প্রতিটি বাড়িতে পরিষ্কার জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক জায়গায় নল বসানো হলেও জল সরবরাহ শুরু হয়নি। তাদের দাবি, রাজ্য প্রশাসনের গাফিলতির ফলেই মানুষ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কটাক্ষ করে বলেন, “কেউ পুরো পাগল, কেউ অর্ধেক পাগল। একজনকে দেখলাম নলের সামনে গিয়ে মুখ লাগিয়ে বলছেন ‘হ্যালো চিফ মিনিস্টার’। এসব করে মানুষের সমস্যার সমাধান হয় না।”

ঠিক এমন সময়েই উত্তরবঙ্গে ফের সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুরদুয়ারে পৌঁছে তিনি ঘোষণা করেন, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পুনর্গঠনমূলক পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী জানান, “আলিপুরদুয়ারের হাসিমারায় রিভিউ মিটিং রয়েছে। তারপর মঙ্গলবার নাগরাকাটায় যাব। উত্তরের এই বিপর্যয়ে যারা উদ্ধারকারীর ভূমিকা নিয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। যাদের নথিপত্র হারিয়ে গেছে, নতুন করে তা তৈরি করার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, রাজ্যজুড়ে মোট ৩১,৭০০টি ত্রাণ শিবির স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ২৮,৩০০টি। যেসব পরিবার দুর্যোগে বাড়ি হারিয়েছেন, তাঁদের প্রত্যেককে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

বিজেপি সাংসদের ব্যঙ্গ ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজায় উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। জল সরবরাহ ও দুর্যোগ মোকাবিলার প্রশ্নে ফের মুখোমুখি রাজ্য ও কেন্দ্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top