ভাইরাল – ঘণ্টার পর ঘণ্টা কাজ সেরে এক তরুণ ক্লান্ত শরীরে ফিরেছেন বাড়ি। অফিসের পোশাকেই দরজা পেরোনোর মুহূর্তে তাঁকে জড়িয়ে ধরলেন তাঁর স্ত্রী—তবে ভালোবাসায় নয়, রিল বানানোর আবদারে। ক্লান্ত স্বামী কিছুটা ইতস্তত করলেও শেষমেশ স্ত্রীর জেদের কাছে হার মানলেন। ঢুলু ঢুলু চোখে, অবসন্ন মুখে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য হলেন তিনি।
স্ত্রী সেজেগুজে, পরনে লাল শাড়ি ও গাঢ় মেকআপ, নাচে-ভঙ্গিমায় উচ্ছ্বাসে ভরপুর। পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর চোখেমুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু স্ত্রীর ইচ্ছার প্রতি সমর্থন জানাতে তিনি চুপচাপ সঙ্গ দিলেন। ভিডিওতে দেখা যায়, স্ত্রী কখনও স্বামীর হাত ধরে নাচছেন, কখনও আবার গাল টিপে আদর করছেন, অথচ স্বামীর মুখে কোনো হাসির ছায়া নেই—শুধু অবসাদ।
‘ছপরা জিলা’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, তরুণটি সম্ভবত রেলপথে কর্মরত একজন লোকোপাইলট, যিনি দিনের পর দিন দীর্ঘ সময় ধরে কাজ করেন। তাই তাঁর এই ক্লান্ত অবস্থা স্বাভাবিক।
ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকে মন্তব্য করেছেন, ‘‘সারাদিন ট্রেন চালিয়ে এসে বিশ্রাম নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না। স্ত্রী রিল বানানোর জন্য জোর করছে—এ যেন আত্মপ্রচার-লোভের চরম উদাহরণ!’’ অনেকেই তরুণীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘স্বামীর ক্লান্তি বোঝা নয়, সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়াই এখন প্রধান লক্ষ্য।’’
রিল বানানোর এই প্রবণতা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক—কতদূর পর্যন্ত সম্পর্কের পরিসরে সামাজিক মাধ্যমের প্রভাব বিস্তার করা উচিত?
