বিহার – বিহার নির্বাচনের আগে অবশেষে মিটল মহাজোটের আসন বণ্টন নিয়ে জট। সূত্রের খবর, আরজেডি (RJD) লড়বে ১৩৫টি আসনে, কংগ্রেস ৬১টি আসনে, আর বামফ্রন্ট (সিপিআই, সিপিএম, সিপিআই-এমএল)২৯-৩১টি আসনে। মুকেশ সহনির বিকাশশীল ইনসান পার্টি (VIP) পাবে ১৬টি আসন। দীর্ঘ আলোচনার পর তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে রাজি হয়েছে মহাজোটের সব শরিক দল।
প্রথমে কংগ্রেস দাবি করেছিল ৭০টিরও বেশি আসন, তবে তেজস্বীকে সমর্থনের বিনিময়ে কিছুটা ছাড় দিয়েছে তারা। এছাড়াও, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ও ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি (IIP)কেও জোটে নেওয়া হয়েছে—JMM পাবে একটি আসন, আর IIP-কে কংগ্রেস ছেড়ে দিচ্ছে সহারসা আসন।
অন্যদিকে, মুকেশ সহনির দল ভিআইপি শুরুতে ৫০টি আসন ও উপমুখ্যমন্ত্রীর দাবি তুললেও শেষমেশ তা গৃহীত হয়নি।
এদিকে, রেলের দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত, যা নতুন করে চাপ বাড়িয়েছে মহাজোটে। এনডিএ শিবিরে তবে বাড়ছে আত্মবিশ্বাস।
