রাজ্য – ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ পন্থ ডেঙ্গি প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর, পুর দফতর ও জেলা প্রশাসন যৌথভাবে নজরদারি শুরু করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ভবনও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং মুর্শিদাবাদে সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, জাঁকিয়ে শীত না পড়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে। এই অবস্থায় নাগরিকদের প্রতি সরকারের বার্তা—বাড়ির ছাদ, বারান্দা বা যে কোনও পাত্রে জল জমতে দেওয়া যাবে না। সপ্তাহে একদিন ঘরের আশপাশ শুকনো রাখার অভ্যাসই ডেঙ্গি প্রতিরোধের মূল উপায়। পাশাপাশি, রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডেঙ্গি ও ভাইরাল জ্বরের বাড়তি চাপ সামলাতে কলকাতা ও জেলার সরকারি হাসপাতালগুলিতে আলাদা বেড সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
