বিনোদন – নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন। তার কাজের প্রশংসা যেমন দর্শক ও সমালোচকরা করেছেন, তেমনই ব্যক্তিগত জীবনে মা ও ছেলে ঝিনুক—অভিমন্যুর—সঙ্গে সম্পর্ক নিয়েও চর্চা হচ্ছে। মাত্র ১৬ বছর বয়সে মা হওয়া শ্রাবন্তী এখনো ছেলে ঝিনুকের সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠ। তাঁর মতে, ঝিনুক শুধুই সন্তান নয়, বরং তার বন্ধু, সমালোচক, জীবন এবং অ্যাঞ্জেল।
শ্রাবন্তী জানিয়েছেন, ছেলে প্রথম থেকেই তার কাজের প্রতি আশাবাদী ছিল। দেবী চৌধুরাণী ছবিতে তার অভিনয় প্রদর্শনের আগে ও পরে ছেলের মতামত শ্রাবন্তীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ছেলের কথাগুলো শ্রাবন্তী শোনেন, মেনে নেন, এবং প্রয়োজনে সেই অনুযায়ী কাজ করেন।
মা-ছেলের মধ্যে খুনসুটি লেগেই থাকে। দিদিদের যেমন ভাইদের জ্বালায় মজা পায়, ঠিক তেমনই ঝিনুক ও মা শ্রাবন্তীর মধ্যে সম্পর্ক। মাত্র ১৬ বছর বয়সে ঝিনুক জন্মের পরই শ্রাবন্তী নায়িকা হন। বিয়ের ও মাতৃত্বের দায়িত্ব গ্রহণ করার পর টলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ছোট বয়সে মা হওয়ার ফলে কাজ শুরু করতে পেরেছিলেন মাত্র ২১ বছর বয়সে, যা তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়।
ঝিনুক ও শ্রাবন্তীর সম্পর্ক মা-ছেলের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ। বয়সের মাত্র ১৬ বছরের ব্যবধান থাকার কারণে ঝিনুকের বন্ধুদের কাছে শ্রাবন্তী আন্টি নয়, বরং দিদি। বর্তমানে ২০ বছর বয়সী অভিমন্যুর বাবা রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভাল। ছেলে চুটিয়ে প্রেম করছেন এবং মাঝে মাঝে শ্রাবন্তীর সঙ্গে হবু বউমাকে নিয়ে ছবিতেও দেখা যায়।
