আসানসোল – দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার তদন্তে নতুন দিক খুলল পুলিশের অভিযানে। মঙ্গলবার পুলিশ অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসির উদ্দিনকে নিয়ে যায় বিজড়া গ্রামে, যেখানে ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ।
পুলিশ সূত্রে খবর, এই অভিযানে অংশ নেয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ও দুর্গাপুর থানার যৌথ টিম। গ্রামে পৌঁছে স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্তে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই মনে করছে পুলিশ প্রশাসন।
পুলিশের দাবি, এই অভিযান তদন্তে নতুন মোড় আনবে এবং খুব শিগগিরই গণধর্ষণ কাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
