পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়াল এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে আলংগিরি এলাকার বাসিন্দা তপন প্রধানের দুই মাসের পুত্র সন্তানের। আজ সকালে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
বিক্ষোভ চলাকালীন হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সঙ্গে পরিবারের সদস্যদের বচসা বাধে, এরপর সেই পুলিশ কর্মীকেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে জানা গেছে। ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে হাসপাতাল ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের শনাক্ত করে তদন্ত শুরু হয়েছে।
