উত্তর 24 পরগনা – উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইছামতির পারে অবস্থিত সংগ্রামপুর কালীবাড়ি প্রায় ৫২৬ বছরের প্রাচীন একটি কালী মন্দির। এখানে ইছামতি নদীর মৎস্যজীবীরা জালের কাঠালি চিংড়ি মাছ কচুর মুখে ইচর দিয়ে মাটির হাঁড়িতে ভোগ রান্না করে মা কালীকে নিবেদন করেন। কালীপুজোর দিন এখানে পাঠা বলি হয়।
মন্দিরের প্রতিষ্ঠার গল্পও সমৃদ্ধ ইতিহাসে মোড়ানো। রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নেন এবং এখান থেকেই মা কালীকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। প্রথমে একটি ছোট মাটির ঘরে পুজো হত, পরে প্রতিমা তৈরি হয়। সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও ঐতিহাসিকভাবে পরিচিত।
মন্দিরটি বারো ভূঁইয়ার এক ভূঁইয়া জমিদারদের বাসভূমি ছিল। আজও এটি দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে। ওপার বাংলাদেশ থেকে বহু ভক্ত এই মন্দিরে আসে। ভক্তরা বিশ্বাস করেন এখানে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। সেবাইত শিবু চক্রবর্তী জানান, পুরনো নিয়ম ও তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয়। মন্দিরটি সব ধর্মের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত—এ মা সবার মা।
