আসানসোল- বালি পাচার মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম ও আসানসোলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও উপস্থিত ছিলেন ইডির তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে একটি সংস্থার অফিসে তল্লাশি চালানো হবে, তবে এখনও অফিসে প্রবেশ করতে পারেননি। আসানসোলের মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়ার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মণীশ দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত।
