বিনোদন – টলিউডের মেগাস্টার দেব এই মুহূর্তের সুপারস্টার ও প্রযোজক। পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ হলেও, অনুগামী ও সহকর্মীরা তাঁকে ‘মাটির মানুষ’ বলেই আখ্যা দেন। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিতে ২০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি কখনও নিজের পরিবার বা কাজের ক্ষেত্রে আপস করেননি।
টলিউডে টিকে থাকার পথে বহু প্রত্যাখ্যান ও সমালোচনা মোকাবিলা করেছেন দেব। উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু তিনি নিন্দুকদের চ্যালেঞ্জ করে প্রমাণ করেছেন নিজেকে। আজ তিনি টলিপাড়ার প্রথম সারির নায়ক। শত ব্যস্ততার মধ্যেও গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র, বাবা-মা, বোন দিপালীসহ পরিবারকে সময় দেন। শ্যুটিংয়ের সময়ও পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন এবং সোশ্যাল মিডিয়াতেও তাঁরা প্রায়ই চোখে পড়ে।
সম্প্রতি দেব Abu Dhabi ও দুবাই সফরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। মরুভূমির বিভিন্ন স্থানে ফটোশুট করেছেন। কোনও ছবিতে মা-কে জড়িয়ে রেখেছেন দেব ও তাঁর বোন। কখনও মা নিজেই ছবি তুলে কমেন্টবক্সে প্রশংসা পেয়েছেন। দেব সাংবাদিকদের বলেছেন, “বাড়িতে তো আমি রাজুই। মা এখনও সময় সময়ে বকুনি দেন। সমাজমাধ্যমে সবকিছু নজরে রাখেন। দিনের শেষে পরিবারই সব।”
এই সফরটি ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনের সঙ্গে সংযুক্ত। কাজের পাশাপাশি দুবাই ও Abu Dhabi-এর দর্শনীয় স্থানে ঘুরছেন। ফিরেই ‘প্রজাপতি ২’ ছবির বাকি শ্যুটিংয়ে মন দেবেন। ‘প্রজাপতি ২’ মুক্তি পাবে ডিসেম্বর মাসে, দেবের জন্মদিন ও বড়দিনের সময়।
