বিহার – বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জন সুরজ পার্টির (জেএসপি) প্রধান প্রশান্ত কিশোর। তাঁর এই সিদ্ধান্তের পরই বিজেপি শিবিরের নেতারা কটাক্ষ করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “দলের প্রধানই পালিয়েছেন।” এর আগে শেহজাদ পুনাওয়ালা মন্তব্য করেন, “প্রশান্ত অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়ী। ভোটকুশল হিসাবেও অভিজ্ঞ। সম্ভবত তিনি পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে হেরে গেলে ভবিষ্যতে ব্যবসায়িক ক্ষতি হতে পারে।”
বুধবার পিটিআইকে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “প্রার্থী হওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করব না। দলের ক্ষতি হলে নির্বাচনে দাঁড়ানো উচিত নয়। বরং নির্বাচনী রণকৌশল সাজানোই আমার মুখ্য ভূমিকা।” তিনি আরও বলেন, “দলের জন্য ভালো ফলাফল পাওয়া ১৫০ আসনের কম হলে আমরা পরাজিত। এমনকি ১২০–১৩০ আসনও আমাদের জন্য পরাজয়। ভালো ফল হলে বিহারকে দেশের সেরা ১০টি উন্নত রাজ্যের মধ্যে একটি হিসেবে গড়ে তুলব। আর যদি ফল ভালো না হয়, বুঝতে হবে মানুষ আমাদের প্রতি আস্থা হারিয়েছে।”
নির্বাচন কমিশনের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিহারের বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। সব প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে। জন সুরজ পার্টি এবার ২৪৩ আসনে লড়তে চলেছে। দু’দফায় ১১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। যদিও প্রথমে নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদল করেছেন।
