দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




রাজ্য – বৃহস্পতিবার দার্জিলিঙের শৈলশহরের মহাকাল মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল ও দুধ ব্যবহার করে পুজো অর্চনা করেন তিনি। মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। মন্ত্রী অরূপ বিশ্বাসসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং স্থানীয় নেতৃত্বও তাঁর সঙ্গে ছিলেন।

উত্তরবঙ্গের প্রকৃতির বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে প্রশাসনিক বৈঠকও করেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণসহ পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিগত কয়েক দিনে ভুটান থেকে আসা জলে পাহাড়ের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। ভূমিধসের কারণে বহু বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত অঞ্চলে ৩২ জনের মৃত্যু হয়েছে, এবং বিস্তর চাষের জমি প্লাবিত হয়েছে। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক ও দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে উত্তরবঙ্গ সফরে জনসংযোগ করেন। কখনও তিনি শিশুদের সঙ্গে স্নেহের মুহূর্ত ভাগাভাগি করেন, কখনও দোকানে ঢুকে স্থানীয় খাবার বা মোমো তৈরির কার্যক্রমে অংশ নেন। আজ মহাকাল মন্দিরের পুজোর মধ্য দিয়ে তিনি দার্জিলিঙে রাজ্যবাসীর মঙ্গল ও পাহাড়ের পুনর্গঠনের জন্য এক বার্তা দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top