নদিয়া – গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুরে। ইছাপুরের নবাবগঞ্জ বাজারপাড়া এলাকায় পার্কিং নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন করা হল এক যুবককে। মৃতের নাম দিলীপ দাস, তিনি ওই এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সকালে দিলীপ তাঁর দুই বন্ধুকে নিয়ে কনটাধার এলাকায় কচুরি খেতে গিয়েছিলেন। রাস্তার উল্টোদিকে এক বাড়ির সামনে গাড়ি রাখতেই ওই পরিবারের সদস্যরা গাড়ির কাচ ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এই নিয়েই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা।
স্থানীয় সূত্রে জানা যায়, বচসা ধীরে ধীরে মারাত্মক রূপ নেয়। সৌভিক রায় নামে এক যুবকের সঙ্গে দিলীপদের কথা কাটাকাটি চরমে ওঠে। অভিযোগ, সৌভিক দিলীপকে এলোপাথাড়ি চড়-ঘুষি মারতে থাকেন। প্রচণ্ড আঘাতে দিলীপ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে পুলিশ। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। যে কোনও অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
